০২. স্থাপনকাল :১৯১৩ সাল । ২৪-০৩-১৯৮৩ তারিখে মান উন্নীত থানা হিসাবে প্রতিষ্ঠিত।
০৩. সীমানা :উত্তরে যশোর জেলার কেশবপুর ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা।পূর্বে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা, দক্ষিণে খুলনা জেলার পাইকগাছা ও সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা এবং পশ্চিমে সাতক্ষীরা সদর উপজেলা অবস্থিত ।
০৪. আয়তন :৩৪৪.১৫ বর্গ কিলোমিটার ।
০৫. ভৌগলিক অবস্থান :(অক্ষাংশে ও দ্রাঘিমাংশে) তালা উপজেলার অবস্থান ৮৯-০৫' হতে ৮৯-২০' দ্রাঘিমাংশে এবং ২২-৩২' হতে ও ২২-৫০' উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত ।
০৬. জেলা সদর হতে দূরত্ব :২৫ কি. মি।
০৭. গ্রামের সংখ্যা :২২৯ টি
০৮. ইউনিয়নের সংখ্যা :১২ টি
০৮. মৌজার সংখ্যা :১৫০ টি
০৯. লোকসংখ্যা :২,৯৯০,৪০০ জন (পুরুষঃ ১৫১০১৭ মহিলাঃ১৪৮৩৮৩)
১০. মোট পরিবারের সংখ্যা : ৬৫,০২৮ টি
১১. শিক্ষার হার :৫৬.৬৬%
১২. নদ নদীর সংখ্যা ও নাম :০২টি- কপোতাক্ষ ও শালিখা ।
১৩. খালের সংখ্যা :৫২টি
১৪. বিলের সংখ্যা :০৩ টি
১৫. ঐতিহাসিক স্থান :মাগুরা পীর শাহ জয়নুদ্দিন আওলিয়ার মাজার ও তেঁতুলিয়া জামে মসজিদ।
১৬. মুক্তিযোদ্ধার সংখ্যা :৩৩০জন
১৭. কৃষি আবাদি জমির পরিমাণ:
ক. মোট আবাদী জমির পরিমাণ :৮৩,৩০৩ হেক্টর
খ. এক ফসলী জমির পরিমাণ:১৪৮৫০০ হেক্টর
গ. দুফসলী জমির পরিমাণ :৩২,৮০০০ হেঃ
ঘ. তিন ফসলী জমির পরিমাণ:২৩০০ হেঃ
ঙ. আউশ (স্থানীয় ) :৯০ হেঃ
চ. আউশ (উন্নত ) :৫৭১৯ হেঃ
ছ. আমন (স্থানীয় ) :৭০০হেঃ
জ. রোপা আমন (উফসী ) :৩৯,৬০০ হেঃ
ঝ. বোরো (উফশী ) :২৭৫৬০ হেঃ
ঞ. গম :১০১৫ হেঃ
ট. পাট :৩৩০০ হেঃ
ঠ. তুলা :
১৮. নার্সারী :৫৮টি (সরকারী০১টি)ফলজ ও বনজ ।
১৯. জলমহাল :৬৯ টি
২০. পুকুর :২,৮৮১টি(সরকারি ২২টি)
২১. মৎস্য উৎপাদন (টন) ক. মৎস্য ঘেরের সংখ্যা ৯০৮টি
খ. উৎপাদিত মাছের পরিমাণ : ৫,৬২৫ মে.টন
গ. উৎপাদিত মাছের নামঃ চিংড়ী জাতীয় (বাগদা,গলদা ইত্যাদি)
রুই জাতীয় (রুই,কাতলা,মৃগেল,পারশে,ভেটকী ইত্যাদি) ।
২২. বিদ্যুতায়িত গ্রাম :২২২টি
২৩. বিদ্যুতায়িত বাড়ি :২০,৬৭৪টি
২৪. ইট ভাটার সংখ্যা :১৬টি
২৫. উৎপাদিত ইটের সংখ্যা :৭,২০,০০০টি ।
২৬. ব্যাংকের সংখ্যা ও নাম :মোট ০৯টি, ( সোনালী-০৩টি, অগ্রণী-০২টি এবং কৃষি-০২টি, জনতা- ০২টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক-০১টি ) ।
২৭. বাস ও ট্রাকের সংখ্যা :১১টি , কার-১০টি, জীপ-০২টি, পিকআপ-২২টি ।
২৮. ম্যানহলার :ক. নছিমন-৫৬৫টি খ.করিমন-১৬৮টি গ.স্কুটার- ১৮টি ঘ. মটর সাইকেল- ১০৩৫টি ঙ.ভ্যান-৮৭৫০টি চ.রিকসা-০ ছ. সাইকেল- ৪০৮৩৫টি জ. গরুরগাড়ি-১৫৭টি ঝ.ঘোড়ারগাড়ি-৩০টি ঞ. টেম্পু-১৭টি ৩১.
২৯. প্রধান ডাকঘর :০১টি
৩০. শাখা ডাকঘর :২৩টি
৩১. টেলিফোন লাইন :৩৩৬টি
৩২. শিক্ষা প্রতিষ্ঠান :
ক. সরকারি কলেজ :০১টি
খ. বেসরকারি কলেজ :১০টি (কারিগরী-০৩টি)
গ. সরকারি মাধ্যমিক বিদ্যালয় :বালক-০১টি, বালিকা-০১টি ।
ঘ. বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় :বালক ৬০টি,বালিকা-০৯টি ।
ঙ. সরকারি প্রাথমিক বিদ্যালয় :১০৯টি
চ. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়:৯৩টি
ছ. কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়:০১টি
জ. কামিল ওফাজিল মাদ্রাসা :০৪টি
ঝ. দাখিল মাদ্রাসা :৩৩টি
ঞ. এবতেদায়ী মাদ্রাসা :২৩টি
ট. কিন্ডার গার্টেন :১০টি
৩৩. বিশ্ববিদ্যালয় :নেই ।
৩৪. বিশ্ববিদ্যালয় কলেজ :নেই ।
৩৫. মেডিকেল কলেজ :নেই ।
৩৬. টিসার্স ট্রেনিং কলেজ :নেই ।
৩৭. পিটিআই :নেই
৩৮. মসজিদ :৪২৩টি
৩৯. মন্দির :১৩৪টি
৪০. পাঠাগার :১৮টি
৪১. ক্লাব ( সাংস্কৃতিক ) :
৪২. স্পোর্টস ক্লাব :০৫টি
৪৩. স্বাস্থ্য বিষয়ক ক. হাসপাতাল: ০১টি (৫০শয্যা বিশিষ্ট)
খ. ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র: ১০টি
গ. কমিউনিটি ক্লিনিকঃ ৩৪টি ঘ. উপ- স্বাস্থ্য ক্লিনিক : ০২টি
৪৪. পরিবার পরিকল্পনা সংক্রান- তথ্য ক. স্থায়ী বন্ধ্যাত্ব : ক. পুরুষ-১১১৪ খ.নারী-৪৬৭১টি
খ. অস্থায়ী বন্ধ্যাত্ব : ক. পুরুষ-০ খ.নারী-৪৫৩৯৪টি
গ. জন্মহারঃ ১.২%টি ঘ. মৃত্যুহার-
৪৫. এমবিবিএস ডাক্তারের সংখ্যা : ০৩ জন
৪৬. বেসরকারী হাসপাতাল :নেই
৪৭. বেসরকারী ক্লিনিক :০৫টি
৪৮. প্যাথলজির সংখ্যা :০৬টি
৪৯. সমবায় সমিতি সংক্রান্ত তথ্যাদি
ক. সমবায় বিভাগের বহুমুখী সমিতি :২৬টি
খ.সমবায় বিভাগের কৃষক সমিতি :৪৭টি
গ. সমবায় বিভাগের মৎস্যজীবী সমিতি :২১টি
৫০. বিআরডিবি
ক.কেন্দ্রিয় সমবায় সমিতি :০১টি
খ. কৃষক সমবায় সমিতি :১৪৪টি
গ. বৃত্তহীন সমবায় সমিতি :টি
ঘ. পদাবিকের সমবায় সমিতি :টি
ঙ. দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের আওতায় সমিতির সংখ্যা ৭৮টি, সদস্য সংখ্যা :২,৬৬০ জন।
৫১. এনজিও-র সংখ্যা এবং নাম :৩০টি
৫২. উল্লেখযোগ্য কৃষি ফসল :ধান, পাট,গম,আলু ও সবজি ।
৫৮. ইউনিয়ন ভূমি অফিসের সংখ্যা :০৮টি
৫৯. আশ্রয়ন -০১টি, আবাসন-০টি, আদর্শগ্রাম-০৭টি। পূর্নবাসিত পরিবার-৩২৫টি।
৬০. পানীয় জলের নলকূপ সংখ্যা :
ক. গভীর নলকূপ :৬৪৬টি ।
খ. অগভীর নলকূপ :২৪,৭৬৩টি ।
৬১. গভীর নলকূপ(চাষের জন্য) :২০টি ।
৬২. অগভীর নলকূপ(চাষের জন্য) :৪৬২৪টি ।
৬৩. রাস্তাঘাট (কিঃমিঃ) :পাকা-৯০.২০ কিঃমিঃ, কাঁচা- ৬২১.৯৫কিঃমিঃ,
এইচবিবি-৩১.৭৩ কিঃমিঃ ।
৬৪. নদীপথ (নটিক্যাল মাইল) :৩১ নটিক্যাল মাইল ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS