Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
শ্রী, শ্রী লোকনাথ ব্রম্মচারী শান্তি নিকেতন
বিস্তারিত

 

শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী শান্তি নিকেতনঃ

 

মন্দির টি সাতক্ষীরা জেলার, তালা উপজেলার, খলিলনগর ইউনিয়নে অবস্থিত।এটি তালা হতে ৫কিঃমিঃ পূর্ব দক্ষিনে অবস্থিত। ১৯৯৯ ইং সালে এটি স্বর্গীয় নকুল চন্দ্র পাল এটি প্রতিষ্ঠা করেন। অনুপ্রেরণা দেন শ্রী বিধান চন্দ্র রায়, ভুমি দান করেন শ্রী সুভাস চন্দ্র পাল। এটি বর্তমানে পরিচালনা করেন মন্দির পরিচালনা পরিষদ। একসাথে ১৬০/১৭০ জন ঠাকুরের নাম সংকীর্তন করতে পারেন।৪তলা বিশিষ্ট এই মন্দিরের উপরের তলায় ভগবান শ্রী কৃঞ্চের মন্দির (রাধা গোবিন্দ মুর্ত্তি সহ)২য় তলায় মহাদেব এবং কালী মন্দির, ১ম তলায় লোকনাথ বাবার আশ্রম । মিন্দর সংযুক্ত ১টি বৃদ্ধা আশ্রম আছে। মন্দিরে প্রবেশ দ্বারে বাম পশে বেদী সংযুক্ত ফুল এবং ফলের বাগান আছে।