Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
তেঁতুলিয়া শাহী জামে মসজিদ
বিস্তারিত

তেঁতুলিয়া শাহী জামে মসজিদ,তালা উপজেলা

 


আগ্রার তাজমহলের অপরুপ নির্মাণশৈলীকে সামনে রেখে মুসলিম স্থাপত্যশিল্পের এক অনন্য নিদর্শ তেঁতুলিয়া মসজিদ। অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে সালাম মঞ্জিল প্রতিষ্ঠাতা বৃটিশ সরকারের সহকারী ম্যাজিস্ট্রেট জমিদার কাজী সালামদুল্লাহ মসজিদ টি নির্মান করেন। মসজিদটির নির্মাণ কাজ শেষ হয় ১৮১৫ খ্রিষ্টাব্দে । মসজিদটি সিকান্দার আবু জাফর সড়কের পূর্ব পাশে অবস্থিত। মসজিদটিতে ৭ টি দরজা । প্রতিটি দরজার উচ্চতা ৯ ফুট এবংপ্রস্থ ৪ ফুট । দরজার উপর রয়েছে বিভিন্ন রঙ্গের কাচেঁর ঘুলঘুলি । ভিতরে রয়েছে দুইটি পিলার । ১০ বর্গফুট বেড় বিশিষ্ট ১২ টি পিলারের উপর মসজিদের ছাদ নির্মিত। চনসুরকি ও চিটাগুড়ের গাঁথুনিতে নির্মিত মসজিদটিতে ১৫ ফুট উচ্চতাবিশিষ্ট ৬ টি বড় গম্বুজ ৮ ফুট উচ্চতাবিশিষ্ট ১৪টি মিনার রয়েছে। ২৫ফুট উচ্চতাবিশিষ্ট চার কোনে ৪টি মিনার। মসজিদটির পাশে রয়েছে একটি সুগভীর পুকুর। পুকুরের তলদেশে থেকে সিড়িঁ উঠে গেছে মসজিদ চত্বরে। মসজিদের ভিতরে ৫টি সারিতে ৩শ ২৫জন ও মসজিদের বাইরের চত্বরে ১শ ৭৫ জন নামাজী একসাথে নামাজ আদায় করতে পারে। ১৯৮৭ খ্রিস্টাব্দে মসজিদটি বাংলাদেশের সরকারের প্রত্নতত্ম অধিদপ্ত প্রত্নতাত্ত্বিক হিসেবে গ্রহণ করেছে।

 

যোগাগোগ

তেঁতুলিয়া শাহী জামে মসজিদ টি তালা উপজেলা সদর হতে ৩/৪ কিঃমিঃ দুরে অবস্থিত। ইঞ্জিন চালিত যান বাহনে করে ১০/১৫ মিনিট সময় লাগে।